হযরত উমর যখন কাফের ছিলেন...
...........
ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব (রা.)। রসুলে পাক (সা.) যার ব্যাপারে বলেছিলেন, আমার পরে যদি কোনো নবী আসত তাহলে সে হতো ওমর। উমর রঃ ছিলেন পৃথিবী থেকেই জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ১০ জন সাহাবীর মধ্যে অন্যতম। আমরা রসুলের একজন ঘনিষ্ট সাহাবী হিসেবে, ইসলামের ন্যায়নিষ্ঠ খলিফা হিসেবে, একজন মোখলেছ মোমেন বান্দা হিসেবে ওমর রাঃ কে বেশ ভালোভাবেই চিনি। তার ইসলাম গ্রহণের ঘটনা যতবার শুনি ততবারই শিউরে ওঠে আমাদের শরীর। তার ইসলাম গ্রহণ ছিল মুসলমানদের জন্য বিজয়, তার হিজরত ছিল মুসলমানদের জন্য সাহায্য, তার খেলাফত ছিল মুসলমানদের জন্য রহমত। তার ন্যায় ও সুবিচার কেয়ামত পর্যন্ত সমস্ত রাজাধিরাজদের জন্য আলোকবর্তীকা হয়ে থাকবে। কিন্তু ইসলাম গ্রহণের আগে কেমন ছিলেন উমর, এ ব্যাপারে আমরা অনেকেই জানি না। ইসলাম গ্রহণের পর যে ওমর রাঃ কাফেরদের জন্য ত্রাস হিসেবে আবির্ভূত হয়েছিলেন, কাফের থাকা অবস্থায় সেই ওমর কেমন ছিলেন, তা নিয়ে আলোচনা করবো ইসলামিক ভিডিও বাংলার আজকের পর্বে। ভিডিওয়ের শেষ পর্যন্ত থাকুন আমাদের সাথেই।