খলিফা উমরের ভুল ধরলেন এক নারী!
............
হযরত ওমর ইবনুল খাত্তাব রাঃ। দীনের ব্যাপারে কঠোর আর স্বভাবে একরোখা। স্বয়ং রসুল সঃ বলেছিলেন, শয়তানও যদি কোনো পথ ধরে উমরকে আসতে দেখে, সে ওই পথ ছেড়ে দিয়ে অন্য পথ ধরে। দীনের ব্যাপারে এই কঠোরতার কারণে সাহাবীদের সবাই তাকে সমীহ করে চলতেন। সেই উমর রাঃ একদিন আল্লাহর ইচ্ছায় মুসলিম জাহানের খলিফা হলেন। স্বাভাবিকভাবেই তিনি খলিফা হিসেবে দায়িত্ব নেয়ার পর তার প্রতি অন্যদের সমীহ ভাব অনেকটাই বেড়ে গেল। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, একদিন একটি বিষয়ে মসজিদে নববীতে ভরা মজলিসে খলিফা ওমর রাঃ এর ভুল ধরলেন একজন সাধারণ নারী। তিনি খলিফার একটি বক্তব্যের প্রতিবাদ জানালেন। তার এই প্রতিবাদী আচরণ দেখে ভরকে গেলেন খলিফা উমর। আর হতভম্ব হয়ে গেলেন মসজিদে উপস্থিত সকল নারী-পুরুষ। প্রশ্ন হচ্ছে, কে সেই দুঃসাহসী নারী? তিনি কি ভুল ধরেছিলেন ওমরের মত বিশ্বনন্দিত ন্যাপরায়ণ শাসকের? আর ভুল ধরার পর উমর রাঃ এর প্রতিক্রিয়াই বা কি ছিল? উমর রাঃ কি চটে দিয়ে তাকে চাবুক মেরেছিলেন, নাকি বিষয়টিকে স্বাভাবিকভাবেই নিয়েছিলেন? বিস্তারিত তুলে ধরবো আজকের পর্বে। ভিডিওয়ের শেষ পর্যন্ত থাকুন আমাদের সাথে।