মুসা বিন শমসেরের মতো ধনকুবেরের অধীনে কত বেতনে চাকরি করছেন, এমন প্রশ্ন করতেই তার চেহারাজুড়ে তৃপ্তির হাসি। কোন ভণিতা না করেই জানালেন বেতন ২৮ হাজার টাকা। যোগ করলেন, ‘তবে অন্যান্য যে সুযোগ-সুবিধা স্যার দেন তা বাংলাদেশের অন্য কেউ দেন কিনা সন্দেহ।’
তিনি নিজের পরিহিত স্যুট-বুট, টাই, শার্ট ও জুতা দেখিয়ে বলেন, ‘বেতনের বাইরে এগুলো সব স্যারের পক্ষ থেকে দেয়া হয়। তিনি যে দুটি অ্যাপার্টমেন্টে থাকেন তার একটিতে দেহরক্ষী, ড্রাইভার ও বাবুর্চিসহ ৬০/৬৫ জনকে রাখেন। প্রত্যেকটি রুমে এসি রয়েছে। পোশাক-আশাক সব লন্ড্রি থেকে ধোলাই করে দেয়া হয়।’
তিনি বলেন, ‘স্যারের মনটা বিশাল। তার সঙ্গে না মিশলে কেউ বুঝতে পারবে না। স্যার যেমন অলওয়েজ স্যুটেড-বুটেড থাকেন, তার কর্মচারীদেরও তেমন রাখেন।’
কথা প্রসঙ্গে তিনি জানালেন, মুসা বিন শমসেরের দুই ছেলে ও এক মেয়ে। ছেলে ববি হাজ্জাজ বিন মুসা ও জুবির হাজ্জাজ বিন মুসা। মেয়ে ন্যান্সি হাজ্জাজ বিন মুসা। বড় ছেলে রাজনীতিতে জড়িত আর ছোট ছেলে পেশায় ব্যারিস্টার। মেয়ে আওয়ামী লীগের অন্যতম নেতা শেখ সেলিমের ছেলের স্ত্রী। বর্তমানে মুসা বিন শমসের গুলশানের একটি ভাড়া বাড়িতে দুটি ফ্ল্যাট নিয়ে বসবাস করছেন।
একটি ফ্ল্যাটে স্ত্রী, ছোট ছেলে ও ছেলের স্ত্রী তার সঙ্গে থাকছেন। অপরটিতে দেহরক্ষী, ড্রাইভার ও বাবুর্চিসহ ৬০/৬৫ জন কর্মচারী থাকেন বলে তিনি জানান।
বিকেল ৫টা ১০ মিনিটে ভেতর থেকে মুসা বিন শমসের আসছেন শোনামাত্রই দৌড়ে গিয়ে অন্যান্যদের সঙ্গে নিরাপত্তা প্রহরী হয়ে দাঁড়ান এ গাড়ি চালক।
অনেক খুঁজে দেখে-শুনে নিউজ গুলো আপনাদের সামনে তুলে ধরি। আপনার ছোট্ট ১টা "লাইক" বা "কমেন্ট" আমাদের কাছে অনেক মুল্যবান। কারন এটাই আমাদের অনুপ্রেরিত করে।
আর প্লীজ, অবশ্যই "Subscribe" করে যাবেন।
Please Subscribe:- https://goo.gl/BgUso8
And Like My Facebook Page:- https://goo.gl/8qaZ6r
And Follow Us To Google Plus:- https://goo.gl/iExd8h