এই সূরার বিষয়বস্তু হচ্ছে আখিরাত।
সূরা ইনফিতারে আল্লাহ সুবহানু ওয়া তা'আলা আমাদেরকে কিয়ামতের ভয়াবহ অবস্থার কথা অবহিত করেছেন এবং কিয়ামত অতি সত্য এক বাস্তবতা যা ঘটবে ই। এই সূরার প্রতিটি আয়াত খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ সুবহানাহুওয়া তা'আলার কথা বোঝার জন্য। তিনি এই সূরাতে আমাদেরকে বারবার মনে করিয়ে দিয়েছেন বিচার দিবসের কথা যেটা আমরা ভুলে থাকি এবং আমাদের দেওয়া তার নেয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। কত সুন্দর আকৃতিতে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন।
রাসুল ﷺ বলেছেন; যে ব্যক্তি কিয়ামতের দিনটি নিজের চোখে দেখতে চায়, সে যেন সূরা তাকভীর, সূরা ইনফিতার ও সূরা ইনশিকাক পড়ে নেয়।"
মুসনাদে আহমাদ, তিরমিযী, ইবনুল মন্‌যার তাবারানী।
সূরা ইনফিতার তিলাওয়াত করেছেন, ওমর হিশাম আল আরাবি। আল্লাহ তাআলা তার উপর রহম করুন।
►YouTube - http://bit.ly/2XRiu8H
►Facebook - http://bit.ly/2XQCWXp
►Instagram - http://bit.ly/2XSjb1l
►Twitter - http://bit.ly/2XQQB0l